৩ - মাটি
যে জলের জন্য একে অন্যকে খুন করতে মানুষ পিছপা হত না, আচমকা তুমুল বৃষ্টির প্রভাবে সেই জলেরই সমুদ্র হয়ে পড়েছে চারিদিকে! বাঁচার তাগিদে সবাই বেলুনের আশ্রয়ে ভেসে চলল অজানার দিকে। কিন্তু বাদ সাধল জিঘাংসায় ভরা মারা। ছুরি চেপে ধরল অ্যান্টেনা নামক সঙ্গীর গলায়! ঠিক তখনই অলৌকিক কিছু দেখানোর কথা বলল সমুদ্রসন্ধানী জন!
21th April, 2024 7:26 PM
Comments
No Comments!